শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বিপন্ন মানুষের হাতে কুরবানীর মাংস তুলে দিয়েছে উপকূল ফাউন্ডেশন

রিয়াজ ফরাজি ।।

কুরবানী সামাজিকায়নে উপকূল ফাউন্ডেশন কুরবানী কার্যক্রমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবী ইউনিট দেড় শতাধিক পরিবারের মাঝে কুরবানীর মাংস তুলে দিয়েছে। গত রবিবার (৮ জুন ২০২৫) সকালে স্থানীয় মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবীরা কুরবানী সামাজিকায়নে এ কর্মসূচি পালন করেন। এলাকার এতিম, বিধবা, বৃদ্ধ, চর এলাকা, নদী ভাঙ্গন কবলিত এমন দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কুরবানীর মাংস তুলে দেন।

এসময় উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে এমন কর্মসূচি আরো সফল ও সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব। কুরবানী সামাজিকায়ন কার্যক্রমে উপকূল ফাউন্ডেশনের সেক্রেটারি মোবাশ্বের হোসেন চৌধুরী, এডভোকেট মনিরুল ইসলাম, হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবী ইউনিটের মুজাহিদ মহাজন, রুবেল চৌধুরী, ইকরাম মাহমুদ চৌধুরী, হাসনাইন আহমেদ হাওলাদার, রাহাদ চৌধুরী, শামীম আলম, ফাহিম হাওলাদার প্রমূখ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

উপকূল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ধাপে কুরবানীর মাংস অসহায় পরিবারের হাতে পৌঁছে দেন। উপকূল ফাউন্ডেশন মনে করে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কোরবানীর সামাজিকায়ন কর্মসূচি দেশজুড়ে সাড়া ফেলবে

আরো পড়ুন

নির্দেশনা থাকলেও নেই বাস্তবায়ন, অবাধে চলছে জাটকা নিধন ও পাচার

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন  বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে চলছে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *