রিয়াজ ফরাজি ।।
কুরবানী সামাজিকায়নে উপকূল ফাউন্ডেশন কুরবানী কার্যক্রমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবী ইউনিট দেড় শতাধিক পরিবারের মাঝে কুরবানীর মাংস তুলে দিয়েছে। গত রবিবার (৮ জুন ২০২৫) সকালে স্থানীয় মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবীরা কুরবানী সামাজিকায়নে এ কর্মসূচি পালন করেন। এলাকার এতিম, বিধবা, বৃদ্ধ, চর এলাকা, নদী ভাঙ্গন কবলিত এমন দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদুল আযহার দ্বিতীয় দিনে কুরবানীর মাংস তুলে দেন।
এসময় উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে এমন কর্মসূচি আরো সফল ও সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব। কুরবানী সামাজিকায়ন কার্যক্রমে উপকূল ফাউন্ডেশনের সেক্রেটারি মোবাশ্বের হোসেন চৌধুরী, এডভোকেট মনিরুল ইসলাম, হাসাননগর ইউনিয়ন সেচ্ছাসেবী ইউনিটের মুজাহিদ মহাজন, রুবেল চৌধুরী, ইকরাম মাহমুদ চৌধুরী, হাসনাইন আহমেদ হাওলাদার, রাহাদ চৌধুরী, শামীম আলম, ফাহিম হাওলাদার প্রমূখ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
উপকূল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই ধাপে কুরবানীর মাংস অসহায় পরিবারের হাতে পৌঁছে দেন। উপকূল ফাউন্ডেশন মনে করে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে কোরবানীর সামাজিকায়ন কর্মসূচি দেশজুড়ে সাড়া ফেলবে
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।