নিজস্ব প্রতিবেদক।।
ঢাকাস্থ ভোলার বোরহানউদ্দিন উপজেলাবাসীর সংগঠন ‘বোরহানউদ্দিন ফোরাম’র ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গত সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌরশহরের রয়েল কিচেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও বোরহানউদ্দিন ফোরামের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও বরিশাল স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসাইন খান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক নেতা ও বোরহানউদ্দিন ফোরামের সহ সভাপতি কামাল উদ্দিন রায়হান, মাস্তুল গ্রুপের চেয়ারম্যান ও বোরহানউদ্দিন ফোরামের সেক্রেটারি মুন্সী বোরহান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন বোরহানউদ্দিন ফোরামের অর্থ সম্পাদক বণি আমিন খান।
অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলাবাসীর মধ্যে ঢাকায় অবস্থানরতদের নিয়ে বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য আলাদা কমিটি গঠন করা হয়। সকল ইউনিয়ন কমিটি বোরহানউদ্দিন ফোরামের আওতায় কাজ করবে।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর জনপ্রিয় শিল্পী জহিরুল ইসলাম।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।