শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সব শ্রেণিপেশার মানুষের মিলনমেলায় পরিণত বাংলাদেশ বাণীর উৎসব

বিশেষ প্রতিবেদক

কানায় কানায় পূর্ণ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে শেষ পর্যন্ত বাহিরে দাঁড়িয়েও বক্তব্য শুনছিলেন আগত অতিথিদের কেউ কেউ। মঞ্চে তখন সাংবাদিকদের নিরপেক্ষ থেকে, বৈষম্যের বিরুদ্ধে অনড় দাঁড়িয়ে থাকা এবং সাহসী ভূমিকা নিয়ে সংবাদ পরিবেশনের দাবি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন- বৈষম্য বিরোধী আন্দোলন বরিশালের জুলাই যোদ্ধা লাবণ্য রহমান। তিনি গত বছরের এই দিনে একই স্থানে পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন। তার সেদিনের প্রত্যাশা গত এক বছরে কতটুকু পূরণ করতে পেরেছে বাংলাদেশ বাণী? এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, আমরা দৈনিক বাংলাদেশ বাণীর পাতায় গত এক বছরে এমন অনেক সাহসী নিউজ দেখেছি, যা বরিশালের অনেক আঞ্চলিক পত্রিকায় ছাপা তো দূরের কথা, ভাবতেও পারেন না। এজন্য আপনারা ধন্যবাদ পেতেই পারেন।

দলমত নির্বিশেষে বরিশালের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রায় সবাই এসে মিলিত হয়েছেন এই মিলনমেলায়। ‘বৈষম্যের বিরুদ্ধে…’ শ্লোগান নিয়ে দৈনিক বাংলাদেশ বাণী গতবছর ১ নভেম্বর নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। এই যাত্রার একবছর পূর্তী উপলক্ষে আয়োজিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সাজানো হয়েছে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে।

আয়োজনের শুরুতে দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নিজস্ব প্রতিবেদক আলমগীর সোহাগের লেখা ও মিন্টু চৌধুরীর সুর এবং কম্পোজিশন করা থিম সং পরিবেশন করা হয়। এছাড়াও বিশেষ প্রতিবেদক আহমেদ বায়েজীদের লেখা স্ক্রীপ্টের উপর ভিজ্যুয়াল নির্মাণ করেন সাংবাদিক শাহিন সুমন। সেটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত দর্শকদের দেখানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এমন আয়োজন শুধু বরিশাল প্রেসক্লাব মিলনায়তনেই সীমাবদ্ধ ছিলোনা। বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা শহরেও আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি করেছেন দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধিরা।

এর আগে গত ২৩ অক্টোবর প্রতিনিধি সম্মেলনে সকল প্রতিনিধির কাছে বাংলাদেশ বাণী লেখা টিশার্ট, শুভেচ্ছা কার্ড, চাবির রিং, ব্যানারসহ নানা উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া সকল সংবাদপত্র বিপণন কর্মীও উপহার হিসেবে টি-শার্ট পেয়েছেন দৈনিক বাংলাদেশ বাণীর পক্ষ থেকে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *