বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপি নেতা ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সৈকতকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে অন্তত ১০জন নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার শুক্তাগড় ইউনিয়নে তারেক রহমানের ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রাতে বাড়ি ফেরার পথে পুটিয়াখালী মিরেরহাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই সময়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও একই আসনের মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম জামালের গাড়িবহরও ওই স্থান দিয়ে অতিক্রম করছিল। জামালের উপস্থিতিতেই তার অনুসারীরা সৈকতের গাড়িবহরের সর্বশেষ হাইয়েস মাইক্রোবাসে হামলা চালায়। হামলাকারীরা গাড়ি থামিয়ে ড্রাইভারকে পিটিয়ে আহত করে এবং গাড়িটি ভাঙচুর করে।

এ ঘটনায় ড্রাইভার রফিক, শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০জন আহত হন।
গোলাম আজম সৈকত বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জামালের উপস্থিতিতেই তার অনুসারীরা এ হামলায় অংশ নেয়। আল্লাহর রহমতে আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। প্রশাসনের কাছে আমি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “দলের ভেতরে বিভেদ সৃষ্টি ও গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের শাস্তির দাবি করছি।

এ দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও একই আসনের মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলাম জামাল রবিবার দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের জানান, “আমার গাড়ি বহরের পিছনের একটি গাড়ি লক্ষ করে গোলাম আজম সৈকতের লোকজন গালমন্দ করে।
এঘটনায় গোলাম আজম সৈকত গাড়ি থেকে নেমে ঐ গাড়ির লোকজনের কাছে ক্ষমা চান এবং ওখানেই ঘটনার শেষ হয়। সেখানে কোন মারামারির ঘটনা ঘটেনি। গোলাম আজম সৈকতসহ তার লোকজন আমাকে হেপ্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, ২০২৪ জুলাই-আগস্টেও পরে আমি রাজাপুরে ১৮৬ বার বিভিন্ন সভা-পথসভা করেছি। কখনই আমি কোন প্রার্থীর নাম নিয়ে কোন কথা বলিনি। আমি একজন দায়িত্বশীল নেকা হিসেবে সব সময় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দলের নেতাকর্মীদের একসাথে কাজ করেছি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।