শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ পেশীশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে- এনসিপি

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পেশীশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং আগামীর বাংলাদেশে যারা আবারও পেশীশক্তির রাজনীতি করতে যাবে তাদেরকেও মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তারা।

এময় নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় আঘাত আসলে সহ্য করা হবে না। আমরা চাই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে, যাতে বিদেশীদের হাতে বন্ধি থাকবে না।

বরিশাল নগরীর সদর রোডের কিংফিশার হোটেলের কনফারেন্স রুমে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একই সাথে এনসিপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। পাশাপাশি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার পাশাপাশি নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি।

পরিচিতি সভায় এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য কাজী সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন বরিশাল জেলার যুগ্ম সমন্বয়ক মো. মাসুম বিল্লাহ, আবদুল হান্নান শিকদার, আবু সাঈদ সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৩ জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেছেন। ওই কমিটিতে মো. আবু সাঈদ মুসাকে প্রধান সমন্বয়কারী।  এছাড়া মো. মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান শিকদার, ইউসুফ আলী হাওলাদার, এম সাইফুল ইসলাম মুন্সি, আবেদ আহমেদ রনি, প্রফেসর মো. ইদ্রিস আহমেদ, মো. আবু সাঈদ, আরিফ মাহমুদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. তামিমুল হাসানকে যুগ্ম সমন্বয়কারী। অপরদিকে মো. নাজমুল হাসান, সবিত ইসলাম শান্ত, আতিকুর রহমান, শাবনুর আক্তার, নুর এ আলম সিদ্দিকি, মো. হেলাল উদ্দিন, মো. নুর আলম, মো. সালাউদ্দিন, মো. নাহিদ হাসান, মো. আল আমিন, নজরুল ইসলাম, আসিফ আলি ও এইচএম কুতুবকে সদস্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

পরিচিতি সভায় বরিশাল জেলার আওতাধীন ১০ উপজেলার এনসিপি সংগঠকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *