বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বানারীপাড়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

বানারীপাড়া প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি গ্রামে এক শিশুর পুকুরে পড়ে মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। জানা গেছে পানিতে পড়ে মারা যাওয়া শিশুটি বাইশারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মল্লিকের দ্বিতীয় কন্যা সন্তান ইতি খানম(৩)।
১২ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইতির মা ইতিকে ঘরে দেখতে না পেয়ে বাবা রফিক মল্লিককে জানালে তিনি আশেপাশে খোজাখুজির পর ঘরের সামনের পুকুরে খোজ করতে নেমে ডুবন্ত অবস্থায় পান।
পরে ইতিকে পুকুর থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে মা-বাবা,স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম নেমে এসেছে।ওই দিন বাদ আছর ইতির জানাজা নামাজ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মিজান ফকির,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
উপজেলা বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক মোঃ জামাল রেজা,বাইশারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন তালুকদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সলিয়াবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির, বাইশারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম প্রমূখ।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *