নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে সোহাগ সিকদার (৪০) নামে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ সিকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাহজাহান শিকদারের ছেলে।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।