বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানীতে এক জেলেকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে সোহাগ সিকদার (৪০) নামে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭জুন) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী এ কারাদণ্ড প্রদান করেন। বুধবার (১৮জুন) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ সিকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাহজাহান শিকদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলীর নেতৃত্বে থানা পুলিশ নিয়ে বলেশ্বর নদীতে অভিযান চালানো হয়। অভিযানে বেহুন্দী জাল ও চায়না দুয়ারি জালসহ জেলে সোহাগ সিকদারকে আটক করে পুলিশ।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং আটক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *