শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তেলআবিবে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি।।

ইসরাইলের তেলআবিবসহ বিভিন্ন স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, রামাতগান ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি হামলায় একটি হাসপাতাল ও তেল আবিবে স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেইসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হোলন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ১৬জন। এদেরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া, বিয়ারশেবায় সোরোকা হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সেইসাথে রামাতগানে হামলায় আহত হয়েছে কমপক্ষে ২০জন।

এর আগে, বুধবার ইসরাইলি হামলা আরো জোরদার করা হবে বলে জানিয়েছিল ইরান। দেশটির সর্বোচ্চ দর্শীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান কখনও আত্মসমর্পণ করবে না।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *