নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ২৩আগস্ট দলটির মহাসচিব ইউনুস আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজীকে ঝালকাঠি-১ আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়।
কয়েক মাস পূর্বে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে প্রার্থী ঘোষণা করা হলেও এই বিজ্ঞপ্তিতেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের ঘোষিত প্রার্থীকে নিষ্ক্রিয় করে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন দেয়। ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ড. ফয়জুল হক বলেন, আমি সকল ইসলামী দলের সমর্থন কামনা করি, তাই কোনো দলীয় ব্যানারে যেতে পারিনি। তবে ইতোমধ্যে জামায়াত আমাকে সমর্থন জানিয়ে আমার নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।