নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর কুয়াকাটায় ‘বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫’ উপলক্ষে র্যালি, সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপির উদ্যোগে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সৈকতের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে শুরু হয় সৈকত পরিচ্ছন্নতা অভিযান। গ্লাভস ও বর্জ্য সংগ্রহের ব্যাগ হাতে নিয়ে সৈকতের বালুচর থেকে প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন আবর্জনা অপসারণ করেন অংশগ্রহণকারীরা। এতে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথি কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, ‘পর্যটন নগরী কুয়াকাটাকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী নিয়াজ মাহমুদ, গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস, প্রোগ্রাম অফিসার দীনা রিছিল, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, অ্যাডমিন অফিসার সিপন চন্দ্র সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। স্থানীয় ব্যবসায়ী ও ট্যুরিস্ট গাইডরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।