বরগুনা প্রতিনিধি //
বরগুনায় পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা মারুফ চৌধুরী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বিকেলে কাকচিড়া-পাথরঘাটা সড়কে উপজেলার কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মারুফ চৌধুরী।
নিহত মারুফ চৌধুরী পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি। তিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।
স্থানীয় সংবাদকর্মী আবু সালেহ জসিম জানান, তিনি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে বাড়ি ফেরার পথে কাকচিড়া-পাথরঘাটা সড়কে মারুফকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় মারুফকে তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভাণ্ডারিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, মারুফ চৌধুরী নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং কান থেকে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনো জানা যায়নি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।