আমতলী প্রতিনিধি : আমতলীতে কোমলমতি শিশুদের নিয়ে আনন্দ উৎসব ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ১১টায় আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোট ৪ হাজার ৮০ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল—৬ পিস খাতা, ১২ পিস কলম, ১ পিস নখ কাটার, ১ পিস টুথপেস্ট ও ১ পিস টুথব্রাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর মো. জহিরুল ইসলাম, কমিউনিকেশন কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতি দাস, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মন্ডল এবং এনএসএস-এর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিস্ট মো. আখতারুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর আমতলী উপজেলা প্রতিনিধি মো. আবু জিহাদ। অনুষ্ঠানে শিশুরা একক সংগীত, আবৃত্তি ও যৌথ নৃত্য পরিবেশন করে। পরে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসময় নিবন্ধিত শিশু মন্দিরা রানীর মা মনিকা রানী বলেন, “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের শিশুদের সুরক্ষা ও উন্নয়নে যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা আমার সন্তানের সুন্দর লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।