নিজস্ব প্রতিবেদক।।
ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করা শেষে পড়ে গিয়ে মৃত্যু হয় এক জেলের ।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একইস্থানে সকাল ৮টায় নোঙ্গর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই জেলে। নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের বড় ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির দায়িত্বে ছিলেন।

নৌকার মাঝি ইসমাইল জানান, সকাল ৮টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। আমারা নেমে পড়ি। আজকে তার বাড়ি যাওয়ার কথা ছিল। আমি মনে করেছি সে বাড়ি চলে গেছে। মহিউদ্দিনের বাড়ি থেকে আমাকে মোবাইল ফোনে তার কথা জিজ্ঞেস করলে আমার সন্দেহ হয় এবং তারপর আমরা তাকে খুজতে থাকি। পরে দুপুর ১২টায় নৌকার একটু দুরেই মহিউদ্দনের লাশ ভেসে উঠে। থানা খবর পেলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনি প্রক্রিয়া শেষে জেলে মহিউদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।