বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জাতির উন্নয়নে ইসলামী আদর্শ ভিত্তিক নেতৃত্বই একমাত্র সমাধান

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলা আমির এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আবদুল জব্বার বলেছেন, “জাতিকে প্রকৃত অর্থে স্থিতিশীলতা, ন্যায়ভিত্তিক শাসন ও উন্নয়নের পথে নিতে হলে ইসলামী আদর্শ ভিত্তিক নেতৃত্বই একমাত্র সমাধান।”

তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক দর্শনের ছত্রছায়ায় পরিচালিত হয়েছে। কিন্তু কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা অনুপস্থিত থাকার ফলেই সমাজে দুর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস, অবিচার ও নৈরাজ্যের বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। দেশ এক গভীর নৈতিক ও আদর্শিক সংকটে নিপতিত হয়েছে।

অধ্যাপক জব্বার এসব কথা বলেন শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় হিজলা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সকল স্তরের নেতা-কর্মীদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার, জনদুর্ভোগে পাশে দাঁড়ানোর এবং তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসার মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্বকে প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ছাত্রশিবিরের বিএম কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌধুরীর সামূ, শিবিরের সাবেক জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, প্রভাষক রেদোয়ান উল্লাহ, এবং মাস্টার ইয়াছিন হেলাল।

এছাড়াও সমাবেশে ছাত্রশিবিরের জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের প্রাক্তন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন, যারা অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে সংহতি প্রকাশ করেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *