বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

দগ্ধ জুনায়েতের বাবাকে খুঁজছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জুনায়েত হাসান নামে মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থী মারাত্মক দগ্ধ হয়েছে। তার বাবাকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক।

সোমবার (২১জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, ছেলেটার শতভাগ বার্ন হয়েছে। তার বাবার খোঁজ পেতে সহায়তা করুন।

জুনায়েতের কাছে পাওয়া পরিচয়পত্র অনুসারে, সে মাইলস্টোন স্কুলের স্কুলের বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা ১৮মিনিটে সংবাদ পেয়েছে যে, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনীও উদ্ধারকাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিমান দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬০জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এদের বেশির ভাগই শিক্ষার্থী এবং বেশিরভাগেরই অবস্থা গুরুতর।

আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। অন্যদের নিকটস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *