শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে “মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৫” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১শে জুন শনিবার ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি পালন করেছে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডাঃ রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন শহর অর্থ সম্পাদক আল-আমিন সাদ। এছাড়া ও উপস্থিত ছিলেন ভোলা আলিয়া শাখার সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, যা শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং বায়ু দূষণ রোধ, ভূমিক্ষয় প্রতিরোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও দূষণের মতো নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হলো বৃক্ষরোপণ।

বিশেষ অতিথি তার বক্তব্য বলেন আমরা শুধু বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও নির্মল পৃথিবী রেখে যাওয়া। এই চিন্তা থেকেই আমাদের উদ্যোগ—গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি।

ছাত্রশিবির এই কর্মসূচির মাধ্যমে ছাত্র, তরুণ ও সচেতন নাগরিকদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাই। আমরা বিশ্বাস করি, একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ নয়—এটি একদিন একটি সবুজ ভবিষ্যতে পরিণত হবে। আসুন, আমরা সকলে মিলে গাছ লাগাই, গাছ বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর পৃথিবী গড়ে তুলি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

One comment

  1. ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *