নিজস্ব প্রতিবেদক।।
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ভারত রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ তারা যে আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এটি আন্তর্জাতিক আইনে কাভার করে কিনা? সে উত্তর তাদেরকে দিতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে হয়তো বাংলাদেশে তাদের অফিস খুলতে পারবে না, তাই তারা তাদের আসল দেশে অফিস খুলেছে। তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা পার্শ্ববর্তী দেশে একটি অফিস খুলে প্রমাণ করেছে, হয়তো ভবিষ্যতে বাংলাদেশে তাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।
এ ছাড়া তিনি বলেন, ‘আন্দোলনের সময় ছোট ছোট দলের একে অপরের ব্যানার ব্যবহার করা হলেও এখন সংসদে সুযোগ না দেওয়া অবিচার ও বৈষম্য। জাতীয় সরকারের মূল রূপরেখা হওয়া উচিত পিআর পদ্ধতি, যেখানে বড়, মাঝারি ও ছোট সব রাজনৈতিক দল জনগণের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করবে। এতে জোর করে ক্ষমতায় ঢোকার সুযোগ থাকবে না এবং ভোটাররা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।