শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক

বাংলাদেশ বাণী ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে। রোববার
সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে নুরুল হুদাসহ
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপির পক্ষ থেকে রোববার সকালে ঢাকার
শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় সাবেক এই সিইসিকে গ্রেপ্তার দেখানো হতে
পারে বলে জানা গেছে।
যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নুরুল হুদাকে ‘গ্রেপ্তার’ না দেখিয়ে ‘আটক’ রাখার কথা বলা
হয়েছে।
নুরুল হুদাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক
হোসেন। তিনি বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে বিক্ষুব্ধ জনতা তার বাসা থেকে আটক করে
উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। শুনেছি তিনিসহ ২৪ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর
থানায় একটি মামলা হয়েছে। পর্যালোচনার পর তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *