নিজস্ব প্রতিবেদক।।
মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সহ সভাপতি এম মোফাজ্জেল, নির্বাহী সদস্য বায়েজিদ পান্নু, প্রচার সম্পাদক দেওয়া মোহন সহ অন্যান্য সদস্যবৃন্দ। তাছাড়া আলোচনা সভা, দোয়া মোনাজাত সহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবস পালন করে জেলা সাংবাদিক ইউনিয়ন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।