নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রোববার সকালে প্রতিষ্ঠানের হলরুমে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ।
মহাগ্রন্থ আল কুরআন থেকে অংশবিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুগ্মসচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোঃ আহসান হাবিব ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার , সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল প্রমুখ ।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এবছর এই প্রতিষ্ঠান থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ।
প্রতিষ্ঠান প্রধান ইদ্রিসুর রহমান জুয়েল , ধর্মীয় শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইদুজ্জামান খান শিক্ষকদের মধ্য থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । এ সময় অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাশীপুর গার্লস হাইস্কুল এন্ড সুনামের সঙ্গে বৃহত্তর কাশীপুর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক শিরিন সুলতানা । বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে একাদশ শ্রেণীর সিনথিয়া ইয়াসমিন জেমি । অনুষ্ঠানে পরীক্ষার্থীদের লাল গোলাপের ভালোবাসায় সিক্ত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র ধর্মীয় শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।