মুহাম্মদ ওয়াছিয়ার রহমান ।।
বাংলাদেশ ও বিশ্বের রাজনৈতিক ইতিহাসে হামলা-মামলা নতুন কোনো ঘটনা নয়, এটা বন্ধ হচ্ছে না বরং চলেই আসছে। গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে হঠাৎ মব জাস্টিজ বলে একটা ইস্যু শুনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই হামলা-মামলা যদি নতুন কোনো বিষয় না হয়ে থাকে তবে এখন এটাকে মব জাস্টিজ বলা হচ্ছে কেন। মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ একটি সাধারণ প্রকিৃয়া কিন্তু যখন তা সিজার করে বের করতে হচ্ছে তখন তো এটা কোনো মব সিজার বা মব অপরাধ বলা হচ্ছে না। শরীরের কোন স্থানে শৈল্য চিকিৎসা দরকার হলে ডাক্তার স্বাভাবিক প্রক্রিয়ায় না গিয়ে কাটাকাটিতে যাচ্ছে এবং কাটাকাটি করতে গিয়ে অনেক সময় শরীরের ভাল অংশ জড়িয়ে কাটাকাটি করছে। এটাকে তো মব কাটাকাটি বলছি না বরং ডাক্তারকে পয়সা গুণছি। এই সিজার বা কাটাকাটিটা একটা ডকটিন অব নেসাসিটি হয়ে গেছে।
তেমনি আবেগ ও রাজনৈতিক ক্ষোভের প্রেক্ষিতে অনেকে সময় অনেক ঘটনা ঘটে থাকে। এগুলোকে কখনোই নৈতিক ভাবে সমর্থন না করলেও মব জাস্টিজ বলা ঠিক কিনা? এ প্রশ্ন আজ বড় হয়ে দেখা যাচ্ছে। এগুলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর এই ‘মব জাস্টিজ’ শব্দের প্রয়োগ বেশি দেখা যাচ্ছে। যে রাষ্ট্রে সরকার জনগণের ওপর নির্বিচারে গুলি করছে সেখানে আত্মরক্ষার অধিকার কি স্বীকৃত হয়? গত বছর পুলিশের ওপর হামলার যত ঘটনা ঘটেছে। তার সবগুলো ছিল পুলিশ গুলি করতে করতে যখন গুলি শেষ হয়ে গেছে তখন জনতা পাকড়াও করেছে। এই পাকড়াও ছিল জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। ইট মারলে পাটকেলটা খেতে হয়।
বাংলাদেশে ও বিশ্বে অনেক বড় বড় ঘটনা ঘটেছে অথচ সেগুলোকে মব জাস্টিজ বলা হয় না বা হচ্ছে না। যেমন- ২৩ সেপ্টেম্বর ১৯৫৮ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন সভায় ডেপুটি স্পীকাার শাহেদ আলী পটোয়ারীর ওপর হামলা ও হত্যা, ১৮ জানুয়ারি ১৯৭০ রবিবার বিকেলে ঢাকার পল্টন ময়দানের জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের হামলায় ঢাকার আলিয়া মাদ্রাসার দু’ছাত্র আব্দুল মজিদ ও আব্দুল আউয়াল হত্যা, ৪ এপ্রিল ১৯৭৪ রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে ধরে নিয়ে মহসীন হলে হত্যা করে ৭ ছাত্রকে, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর সেনা সদস্যদের হাতে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা, ২৭ মে ১৯৯১ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে একটি অনুষ্ঠানে যোগদান করতে গেলে জামায়াতে ইসলামীর তৎকালীন সেক্রেটারী জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামীর ওপর হামলা, ২৫ মার্চ ১৯৯২ ঢাকার শাহবাগে যে গণআদালত বসেছিল সেটা কি মব জাস্টিজ ছিল না? ৬ ডিসেম্বর ১৯৯২ ভারতে বাবরী মসজিদ ধ্বংস ও নরহত্যা কি মব জাস্টিজ নয়? ১২ ডিসেম্বর ২০০০ শেখ মুজব হত্যা মামলায় হাইকোর্টে বিভক্ত রায়ে কয়েকজন আসামী খালাস পায়, খালাশ দেন বিচারপতি মোঃ রুহুল আমীন। পরে ঐ মামলার বিচারপতি মোঃ রুহুল আমিনের ভাই ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নূরুল আমীনের বাসায় হামলা করে।
২৮ অক্টোবর ২০০৬ পল্টনে লগি-বৈঠকের খুন কি মব জাস্টিজ নয়? ১৮ জুন ২০১৪ ইরাকের সাদ্দাম হোসেনের ফাঁসি দেয়া বিচারক রউফ আবদুল রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মারা মব জাস্টিজ কিনা? ২২ এপ্রিল ২০১৫ বিকাল সাড়ে ৫ টায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চলাকালে বাংলামটরে ছাত্রলীগ কর্তৃক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর হামলা, ১৮ জুন ২০১৭ রাঙ্গমাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলা, ২২ জুলাই ২০১৮ কুষ্টিয়ায় একটি আদালতে জামিন নিতে গেলে দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী ড. মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের হামলা, ৬ জানুয়ারি ২০২১ মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ক্যাটিাল হিলে হামলা এবং ১২ জুন ২০২৩ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের উপর হামলা এবং সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা সিটি করপোরেশন ঘেরাও বা প্রশাসনিক কার্যক্রমে বাঁধা দেয়া মব জাস্টিজ কিনা?
সমাজে প্রবাদ আছে বড় লেঅকে প্রেম করলে সেটা প্রেম আর গরীব করলে সেটা লুচ্চামী। সমাজের এই বৈষম্যতা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। মব জাস্টিজ বলে এভাবে জনগণের ক্ষোভ প্রশমন করা যাবে না। সমাজে আইনের কার্যকর প্রয়োগ হলে এই মব জাস্টিজ এমনিতেই শেষ হয়ে যাবে।
মুহাম্মদ ওয়াছিয়ার রহমান সভাপতি , বাংলাদেশ পল্লী সাংবাদিক সমিতি
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।