নিজস্ব প্রতিবেদক: হিজলায় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: ফখরুল ইসলামের উপর স্থানীয় বিএনপি নেতা ও তার সহোযোগী কর্তৃক হামলার প্রতিবাদ ও কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন।
বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা অফিসার্স ক্লাব ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি , কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: শামীম আফ্রিদি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন,উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ প্রকৗশলী, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম মৃধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমৃচারী বৃন্দ।
এ সময় বক্তারা অবিলম্বে দোষি স্থানীয় বিএনপি নেতা গিয়াস দেওয়ান সহ সহোযোগীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান ।
উল্যেখ্য গত ২২ জুন সন্ধায় নারকেল চারা না দেওয়ার জেরে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: ফখরুল ইসলামের উপর টেকের বাজার নামক স্থানে বিএনপি নেতা গিয়াস দেওয়ান সহ তার বেশ কয়েকজন সহোযোগী মিলে হামলা করে গুরুতর জখম করে। এ বিষয়ে হিজলা থানায় একটি এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।