নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।
সোমবার (২৩জুন) সকালে সদর রোডে এই কমৃসূচি পালিত হয়। পায়ে চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া, সাধারণ সম্পাদক চান মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবু কালাম এতে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না বরং সদর রোডসহ সর্বত্র অবাধে লাইসেন্সবিহীন এসব রিকশা চলাচল করছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল- সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় থেকে সিটি করপোরেশনসহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্যাডেল বা পায়ে চালিত সিটি করপোরেশনের লাইসেন্সযুক্ত রিকশা চালকদের অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে।
বক্তারা আরও বলেন, ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান সড়কগুলোতে এসব রিকশা চলাচল বন্ধ থাকলেও বরিশালে দিনে দিনে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলেই সেই ব্যাটারি চালিত অটোরিকশা বরিশাল শহরে নিয়ে এসে চালনা করা হচ্ছে। অবিলম্বে বরিশালের ৫টি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে, নয়তো কঠোর আন্দোলন করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।