নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘লেটস্ মুভ’ প্রতিপাদ্যে বরিশাল ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অলিম্পিক ডে ২০২৫ উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৪ জুন সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল স্টেডিয়ামে শেষ হয়।
বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে র্যালিতে সহকারী পুলিশ কমিশনার মোঃ মশিয়ার রহমান, সহকারী কমিশনার জাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য (ক্রিকেট প্রতিনিধি) মো. সাইফুল ইসলাম বাশার এবং বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের শত শত ক্রীড়াপ্রেমীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।