বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

রাজাপুরে ৫০০ টাকা বাজিতে ১০১ বার খালে ডুব, অতিরিক্ত ঠান্ডায় ব্যক্তির মৃত্যু

বুলবুল আহমেদ, রাজাপুর //
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে পাঁচশত টাকা বাজি ধরে খালে ১০১ বার ডুব দিতে গিয়ে মো. বাবুল মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. আনসার আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার একপর্যায়ে শীত নিয়ে কথাবার্তা হয়। এ সময় বাবুল মোল্লা শীতে কাঁপেন না বলে মন্তব্য করলে উপস্থিতদের মধ্য থেকে খালে ডুব দেওয়ার প্রসঙ্গ ওঠে। পরে তিনি খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত হিসেবে আলোচিত ডুব দিতে উৎসাহ দেওয়া মো. লিটন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো বাজি ধরিনি। সুলতার মোল্লা নামে এক ব্যক্তি বাজির কথা বলেছেন। বরং আমি খালে নামতে তাকে নিষেধ করেছিলাম।”
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *