বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে একই পরিবারের ৪ সদস্যের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ


​সোলায়মান তুহিন, গৌরনদী
‎​বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চারজন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এক নতুন জীবন শুরু করেছেন।

‎​দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও শিক্ষা সম্পর্কে জানার পর, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা এই শুভ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ​গত বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাহাদাত পাঠের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। আবেগঘন পরিবেশে এলাকাবাসী তাদের এই নতুন ধর্মীয় জীবনকে স্বাগত জানান।

‎ধর্মান্তরিত পরিবারের সদস্যরা হলেন— সমির দত্ত (নতুন নাম ওমর আলী), তার স্ত্রী অঞ্জলি রানী দত্ত (আয়শা বেগম), মেয়ে স্বর্ণা রানী দত্ত (মরিয়ম আক্তার) এবং ছেলে শুভ দত্ত (আব্দুল্লাহ)।

‎​পরিবারের কর্তা, এখনকার ওমর আলী, তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ​”আমরা দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও মানবতার শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।”

‎​স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীরা এই সিদ্ধান্তকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এটি এই পরিবারের জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায়।

‎​তারা নবধর্মী পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ্‌ যেন তাদের সবাইকে নবীজির (সঃ) উম্মত হিসেবে কবুল করেন এবং নতুন জীবনে সুখ-শান্তি দান করেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *