শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কলাপাড়ায় নকল নবীশ ও দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়া সাব-রেজিষ্টার কার্যালয়ের স্থায়ী কর্মচারী, নকল নবীশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম।

উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের আয়োজনে অভ্যন্তরীণ এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সাব রেজিস্টার বিজয় দ্বিগ গাইন ও কলাপাড়া সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম।

কর্মশালায় ৭০ জন দলিল লেখক, ২৪ জন নকল নবীশ সহ সাব রেজিস্টার কার্যালয়ের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উপজেলা সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ‌‌ প্রশিক্ষণ কর্মশালার মূল লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যাতে মানুষ সাব রেজিস্টার কার্যালয়ে এসে সেবা পেয়ে সন্তুষ্ট হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *