সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
ফেসিস্ট সরকারের দোসরদের বিরুদ্ধে সংবাদ লিখে সামরিক আদালতের মিথ্যা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি সাংবাদিক, ও ঐতিহ্যবাহি গৌরনদী প্রেক্লাবের সাবেক সহ-সম্পাদক মোঃ সাহেব আলী হাওলাদার এর মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে শনিবার বাদ আসর অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য বদরুজ্জামান খান সবুজ, মনিশ চন্দ্র বিশ্বাস,মোঃ খায়রুল ইসলাম, মোঃ শাহিন প্রমূখ।
সর্বপরি সাংবাদিক মোঃ সাহেব আলীর আত্মার মাগফিরাত কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।