নিজস্ব প্রতিবেদক।।
ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদ্রাসার কামিল (শেষ পর্ব) ২০২৩ শিক্ষাবর্ষের ছাত্রদের বিদায় ও কামিল ২০২৪ ১ম ও ২য় পর্ব শিক্ষাবর্ষের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ২৩ জুন সোমবার বাদ মাগরিব ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান ও দোয়া মুনাজাত পরিচালনা করেন আমীরে শরীয়ত ও তরীকত, আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
বাদ মাগরিব জিকিরের তা’লীম পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ (মা.জি.আ.)।
অনুষ্ঠানে ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদ্রাসা ও ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার সকল শিক্ষকমন্ডলী ও ছাত্রগণ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।