শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝালকাঠির নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও চরম অব্যবস্থাপনা, স্টাফদের অসদাচরণ, সরকারি ওষুধ না দেয়া ও নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও সদ্য গোপনে অবৈধভাবে নিয়োগকৃত টিকাদানকর্মীদের নিয়োগ বাতিল ও বহু বছর ধরে একই স্টেশনে থাকা টিএইচও ডা.শিউলী পারভীনসহ অসৎ, স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০ টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগণ।

‎এতে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

‎বক্তারা বলেন,দীর্ঘদিন থেকে উপজেলাবাসী হাসপাতালে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । হাসপাতালটি দুর্নীতির আতুড়ঘর তৈরি করে রেখেছে। স্বৈরাচার হাসিনা যেমন দুর্নীতি করেছে তার আমলে নিয়োগ নেওয়া এই টিএচও নানা দুর্নীতি করেছে।আমরা এই দুর্নীতিবাজ টিএচওর অপসারণ চাই।

‎এ বিষয়ে অভিযুক্ত টিএচও ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

‎জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন,এ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

‎বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *