বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাবুগঞ্জ প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে এক হিন্দু পরিবারের রেকর্ডীয় সম্পত্তি রাতের আঁধারে ঘর নির্মান করে দখলের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে স্থানীয় ৪০-৫০ জনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই জবরদখলের চেষ্টা চালায়। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকার আঞ্চলিক কৃষি গবেষণা গেটের সামনে।

এর আগে ভুক্তভোগী গোপাল বনিক, সঞ্জীব বনিকসহ পরিবারের লোকজন দখলে বাঁধা দিলে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মারধর ও হত্যার হুমকি দেয়।

বুধবার দুপুরে এঘটনায় এয়ারপোর্ট থানায় ভুক্তভোগী সঞ্জীব বনিক এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাযায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার পাংশা এলাকার মিজান মাঝী(৩৩), কামাল মাঝী, মিন্টু দাস, কামরুল হাসানসহ কয়েকজনের একটি সংঘবদ্ধ চক্র ওই জমি দখলের পায়তারা করে আসছে।

এর চক্রটি (৩০ মে)  শুক্রবার সকালে ২০-২৫ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল জমিটি দখলের উদ্দেশ্যে ঘর নির্মানের পায়তারা করে। তখন বাঁধা দিলে তারা স্থান ত্যাগ করে। ওই রাতেই আবার ঘর নির্মানের উদ্দেশ্যে আঞ্চলিক কৃষি গবেষণার বাউন্ডারির মধ্যে কাঠ ও টিন দিয়ে স্ট্রাকচার তৈরি করে। বিষয়টি ভুক্তভোগীরা উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স কে জানালে। প্রিন্স তাদের ঘর নির্মান বন্ধ করে কাগজ নিয়ে দুই পক্ষকে বসতে বলে। কিন্তু দখলদাররা মীমাংসার জন্য না বসে একের পর এক জবর দখলের চেষ্টা অব্যহত রাখে।

ভুক্তভোগী সঞ্জীব বনিক বলেন, আঞ্চলিক কৃষি গবেষণার গেটের সামনের খালের পারের ৫১ শতাংশ আমাদের রেকর্ডীয় সম্পত্তি। কিন্ত ওই জমি দীর্ঘদিন যাবৎ জবর দখলের পায়তারা করে আসছে।তারা কোন সালিশ মিমাংসা মানে না।

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন,  জমি দখলের বিষয়টি জেনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *