শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তজুমদ্দিন শম্ভুপুর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

এরশাদ সোহেল, বিশেষ প্রতিবেদক।।

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর দক্ষিণ বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় শম্ভুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি’র আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শম্ভুপুর দক্ষিণ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলাদার এর সভাপতিত্বে ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পাটওয়ারীর সঞ্চালনায় এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, প্রধান বক্তা তজুমদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু ও বিশেষ অতিথি তজুমদ্দিন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার।
সম্মলনের প্রথম পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শম্ভুপুর বিএনপি’র প্রয়াত নেতাদেরকে শ্রদ্ধার সাথে করা হয়। এ সময় বক্তারা সম্মেলনে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে জোড়ালো ভূমিকা রেখে বলেন,বিগত সতেরো বছরের দু:শাসনের সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কোনো সভা সম্মেলন করতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আজ আমরা একত্রিত হতে পেরেছি এজন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।এ সময় অনুষ্টানের সফলতা কামনা করে আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান ও সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
পদ প্রত্যাশীদের মতামত জেনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, এ কে এম মহিউদ্দিন জুলফিকার,উপজেলা যুবদল প্রস্তাবিত সভাপতি হাসান মো:সাফা পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রস্তাবিত সদস্য সচিব আব্দুল গফুর,উপজেলা মহিলাদল সভাপতি ফরিদা ইয়াছমিন,শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জান্টু হাওলাদার,যুবদল নেতা সাফায়েত হাওলাদার, যুবদল নেতা জাহাঙ্গীর মাতব্বর, ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরাম এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পাটওয়ারী প্রমূখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *