নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার সবচেয়ে বড় তিনটি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসায় শিক্ষার্থীবান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়।
ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একইসাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষে পানির জন্য দোকান খুঁজছিলাম। কয়েক ঘণ্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ স্যারের হেল্প ডেস্কে ভিড়।
সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দেওয়া হচ্ছে। আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ।
এ সময় উপজেলার তিনটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্বজোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসা সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।