আ: রহিম কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কৃষকদের মধ্যে আমন প্রনোদনার কৃষকদের মধ্যে সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা চত্বরে ৪২০জন কৃষকের মধ্যে আমন প্রনোদনার সার, বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রনোদনার সহায়তা কৃষকদের মধ্যে বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার মোছা: ফারহানা তাসরিন, কৃষি উপ-সহকারী বখতিয়ার শান্ত মহিবুল্লাহ সিফাত ও মুরাদ পরিসংখ্যান অফিসার মামুন সহ কৃষক-কৃষানিরা উপস্থিত ছিলেন।
পরে ১২০জন কৃষককে শাক-সবজির বীজ ও সার, ১৩০ জন কৃষকের মধ্যে ৫টি করে আম চারা, ১৮০জন কৃষককে ৫টি করে লেবু চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষক সংগঠনের মধ্যে ৩২০ টি তাল চারা, এছাড়াও উপজেলার ১৭৫০ জন শিক্ষার্থীদের নিম, বেল, জাম, নারিকেল ও কাঠাল চারা বিতরণ করা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।