নিজস্ব প্রতিবেদক //
বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ১১ টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এ আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম আহ্বায়ক আল আমিন, মাহফুজুর রহমান ও বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। এ সময় জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে পৃথক আরেকটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি নগরীর ভিন্ন ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
নেতৃবৃন্দ এ সময় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দলের জন্য ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।