শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
Oplus_16777216

কলাপাড়ায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইউসুফ খন্দকার উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার তিনি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে নতুন করে আরও ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন রোগী।
জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থায় চাপে পড়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৭ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালুর কথা থাকলেও পর্যাপ্ত জায়গা, বেড ও জনবল সংকটের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে বিকল্প হিসেবে প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু কর্নার চালু রাখা হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমে না থাকার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *