স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার অনুদানভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মে মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক হস্তান্তর করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (১জুন) মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে অনুদানের এ অর্থ সোমবার (২জুন) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাগুলোর মে মাসের অনুদানের সরকারি অংশ ব্যাংকগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ফলে শিক্ষকরা নির্ধারিত ব্যাংক শাখা থেকে সোমবার থেকেই অর্থ উত্তোলন করতে পারবেন।
এতে আরও জানানো হয়েছে, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে মে মাসের অনুদানের সরকারি অংশের চারটি চেক হস্তান্তর করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী অনুদানভুক্ত প্রতিটি শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক থেকে তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, দেশের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাগুলো একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক অনুদানের আওতায় থেকে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।