নিজস্ব প্রতিবেদক।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর খামার বাড়ি প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ফল মেলা চলছে।
গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বরিশাল উত্তম ভৌমিকসহ আরও অনেকে।
উদ্বোধন শেষে অতিথিরা দেশীয় প্রজাতির বিভিন্ন ফলের স্টলসহ কৃষির বিভিন্ন উদ্ভাবনী ফলের স্টল পরিদর্শন করেন। ফল মেলা চলবে থেকে ২৭ জুন পর্যন্ত।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।