শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ফলদ বৃক্ষরোপণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
বৃক্ষরোপণ মৌসুমে মানুষকে উৎসাহিত করতে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম উপজেলা পরিষদ মসজিদ চত্বরে মাস ব্যাপি এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি আম,কাঁঠাল ও কাউফল গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর , সাধারণ সম্পাদক মনির হোসেন আকন,সাংবাদিক আব্দুস সালাম আজাদী,মেহেদী হাসান ,ইসরাত জাহান মমতাজ,মো. গাজী মাসুদ,এসএম আকাশ মো. মো. আবুল বাশার ও রুবেল মিয়া নাহিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপি এ বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় ১১টি ইউনিয়ন  পরিষদ চত্বর,শিক্ষাপ্রতিষ্ঠান,মসজিদ,মন্দির চত্বরে আম,জাম,কাঁঠাল,কদবেল,কাউফল,নারিকেল,লটকনসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করা হবে।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় পরিবেশ উদ্যোগ। এমন কর্মসূচিতে সাধারণ মানুষ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নে উৎসাহিত হবেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *