শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর-চর দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

ভোলায় ভূমিহীনদের চর দখল ও অবৈধভাবে বালু উত্তোলন করে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা নোমান চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্তরা উল্লেখ করেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে বাঘ মারার চর ও পাতাবুনিয়ার চরের ভূমিহীনদের জমি জোর করে দখল করে ভোগ করতো তোফায়েল আহমেদের ভাতিজা ইফতেখারুল আলম স্বপন চেয়ারম্যান। ৫আগস্টের পর থেকে ১মৌসুম আমরা জমিগুলো ভোগ করতে পেরেছি। এখন আবার দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহর নেতৃত্বে তার লোকজন আমাদের জমি থেকে তাড়িয়ে দিয়েছে।

পাশাপাশি ৪টি ড্রেজার দিয়ে বালু কেটে আমাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হত্যার হুমকি দিচ্ছে নোমান চেয়ারম্যানের লোকজন। তাদের মধ্যে ফরিদ মাঝি, রাসেল মাঝি, হাসান রাঢ়ি, রিপন, আলাউদ্দিন, আমির হোসেন, হানিফ, বাচ্চু, ইলিয়াস, আবু সরদার, সিরাজ, মেহেদী, নুরুদ্দিন, জহিরুল হক, কবির ডাক্তার, খোকন, জাফর উল্লেখযোগ্য। তারা সবাই নোমান চেয়ারম্যানের বাহিনী।

জমির মালিক নুরনবী, কাসেম মহাজন, মজিবুর রহমান, আলী হোসাইন মাস্টার বলেন, আমরা জনি খেতেতো পারছি না। পাশাপাশি আমরা যে সেখানে বসতঘর নিয়ে বসবাস করবো সেটাও সম্ভব হচ্ছে না। ভালুকাটার কারণে আমাদের ঘরগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। দেখার মতো আমাদের কেউ নেই।

এ বিষয়ে অভিযুক্ত দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আমি কোন দিন চরে যাই নাই এবং জমিও ভোগ দখল করে খাই না। আমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *