শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বামনা সরকারি প্রণোদনা কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ

মো: ওমর ফারুক সাবু, বামনা প্রতিনিধি :
মৌসুমে প্রণোদনা এবং পূর্ণবাসন কর্মসূচির আওতায় বরগুনার বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক ২২৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ চারাসহ সার ও বীজ বিতরন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/ ২০২৫-২৬ মৌসুমে  প্রনোদনা এবং পূর্ণবাসন কর্মসূচীর বিনামূল্যে ফলজ বৃক্ষ, শাক-সবজির বীজ, উপশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা। সোমবার বিকেলে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজান তাসমিন, কৃষিবিদ আনিসুর রহমান,বামনা প্রেসক্লাব সভাপতি ও বিএনপির আহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া,প্রেসক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, সদস্য হাফিজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়-২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/ ২০২৫-২৬ মৌসুমে  প্রনোদনা এবং পূর্ণবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আমন ধান, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, সার এবং নারিকেল, আম, জাম, তাল, বেল, নারকেল, নিম, কাঠাল ও লেবু চারা বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *