বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১:৩০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন ইউএনও রায়হান উজ্জামান এবং বিশেষ অতিথি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুবকর সিদ্দিক। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপ-খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাসেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পৌরসভার ৬টি পয়েন্টে ডিলার নিয়োগে ১৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ৬টি বাতিল হয়। বাকি ১০ জনের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত হন: উপজেলা সংলগ্ন এলাকায় মোঃ বাবুল পালোয়ান, থানার মোড় আমতলায় মোঃ কামাল হোসেন, হাওলাদার মার্কেটে আবিদ ইবনে নজরুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), পূর্ব বাজারে মোঃ জুয়েল,
পশ্চিম বাজারে মুজাহিদ হোসেন নাঈম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) পৌর ভবন পয়েন্টের দুই আবেদন বাতিল হওয়ায় সেখানে পুনরায় আবেদন ও লটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুজ্জামান জানান, ৫ আগস্টের পর খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ ও উন্মুক্তভাবে লটারি আয়োজন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।