শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি।।

বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা থেকে আবেদ আলী শাহ মাজার পর্যন্ত খাল খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। এই উদ্যোগের অংশ হিসেবে শহরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চলমান এই কাজের পাশাপাশি শিক্ষার্থীরা তুলেছেন নতুন দাবির সুর।

সোমবার বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, আধুনিক গ্রন্থাগার ও গবেষণাগার নির্মাণ, নিরাপদ ও টেকসই সড়ক ব্যবস্থা, শিক্ষার্থী পরিবহনের জন্য কলেজ বাসের ব্যবস্থা এবং একটি পূর্ণাঙ্গ ক্যান্টিন স্থাপন।

এদিকে, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত মেডিসিন ওয়ার্ড স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশালের সাধারণ নাগরিকরা। হাসপাতালের মূল ভবনের বাইরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিসিন ওয়ার্ডটি পূর্বের স্থানে ফিরিয়ে না আনলে রোগীদের দুর্ভোগ আরও বাড়বে। বর্তমান অবস্থানটি রোগী ও স্বজনদের জন্য অনুপযোগী এবং অমানবিক বলে উল্লেখ করেন তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন নাগরিকরা বলেন, “হাসপাতালের পরিবেশ এবং সেবার মান নিশ্চিত করতে হলে মেডিসিন ওয়ার্ডকে অবশ্যই পূর্বের নির্ধারিত স্থানে ফিরিয়ে আনতে হবে।”

উল্লেখ্য, এসব দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থী ও নাগরিক সমাজ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *