বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

১৫লাখ টাকার ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক।। 

বরগুনা জেলার বিশখালী নদীর মাঝে জেগে উঠেছে চর। সেই চরের নাম রুহিতা চর। নদীর এক পারে বামনা উপজেলা এবং অন্য পারে বেতাগী উপজেলা। মাঝখানে এই চরের অবস্থান। ভৌগোলিকভাবে এটি বামনার ম্যাপে পড়ে। বৈধ কাগজপত্র বামনার কৃষকদের।

কিন্তু বেতাগী উপজেলার কৃষকরা এটি তাদের চর বলে দাবি করে আসছে। এ বিষয় নিয়ে জেলা প্রশাসক মহোদয় বামনা ও বেতাগীর উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে বসে উভয়ের কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেন এই চরের বৈধ মালিক বামনার কৃষকরা।

কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে রাতের অন্ধকারে কে বা কারা সেই চরের আট-নয়শত একর আবাদি জমির ফসল নষ্ট করেছে। এতে ১৫লাখ টাকার ফসল নষ্ট হয়েছে।

বামনার কৃষকদের দাবি, এই ফসল বেতাগীর কৃষকরা নষ্ট করেছেন। বামনার গরীব কৃষকরা তাদের এই বৈধ জমির ফসল নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *