শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের আর্থিক সহায়তা

বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং অসহায় ও দুস্থদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১লা জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে
গঙ্গাপুরের ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১০০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ১২ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রায়হান উজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
কোনো বিশেষ উপলক্ষ নয়, ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই স্কুলে ব্যাগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষা ও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *