বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থী ও অসহায়দের আর্থিক সহায়তা

বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ
ভোলার বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং অসহায় ও দুস্থদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১লা জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে
গঙ্গাপুরের ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১০০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ১২ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রায়হান উজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
কোনো বিশেষ উপলক্ষ নয়, ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই স্কুলে ব্যাগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষা ও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *