বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ব‌রিশালে টেক্সটাইল ইঞ্জি‌নিয়া‌রিং ক‌লেজ শিক্ষার্থী‌দের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক।। 

শিক্ষক সংকট নিরসনসহ ৭দফা দা‌বি‌ আদায়ের লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালন করেছেন ব‌রিশাল টেক্সটাইল ইঞ্জি‌নিয়া‌রিং ক‌লেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় ক‌লে‌জের প্রশাস‌নিক ভব‌নের প্রধান ফট‌কে তালা ঝুলিয়ে দিয়ে বি‌ক্ষোভ কর্মসূ‌চি পালন ক‌রেন তারা।

ঘণ্টাব্যাপী এ কর্মসূ‌চি‌তে শিক্ষার্থীরা তা‌দের ৭দফার দা‌বির কথা তু‌লে ধ‌রেন এবং দা‌বি আদা‌য়ে কর্তৃপ‌ক্ষের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে বি‌ভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, ১৯বছর ধ‌রে এসব দা‌বি আদা‌য়ের ল‌ক্ষ্যে সা‌বেক ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলনে নে‌মে‌ছে কিন্তু এখনও কর্তৃপ‌ক্ষের টনক নরছে না। দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চল‌বে এবং প্রয়োজনে ক্যাম্পা‌সের আন্দোলন রাজপ‌থে যা‌বে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *