শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় চাঞ্চল্যকর দলবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় র‍্যাবের হাতে আটক ১ বিএনপি মহাসচিবের নিন্দা

বিশেষ প্রতিবেদক :

ভোলার তজুমদ্দিনে রুবেল নামের ব্যক্তির কাছে চাঁদা না পেয়ে মারপিট ও তাঁর বড় স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ জুলাই বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি’র সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপি’র মিডিয়া সেল এর ফেসবুক পেইজে এই চিঠিটি পোস্ট করা হয়।
ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে দুস্কৃতিকারিরা। ভোলায় নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুষ্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এ ধরণের বর্বরোচিত ও পশুর চেয়েও হিংস্রতায় গোটা দেশের মানুষ হতভম্ব। নারীর ওপর ধারাবাহিক এ ধরণের পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দুষ্কৃতিকারিদের কঠোর হস্তে দমণের কোন বিকল্প নেই।

আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই নারীর ওপর এ ধরণের বর্বর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। ভোলায় নারীকে ধর্ষণের সাথে জড়িত দুস্কৃতিকারিদের আমি অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোড় আহবান জানাচ্ছি।”

এর আগে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তজুমদ্দিন সরকারি কলেজের দুই ছাত্রদল নেতা ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রদল ও উপজেলা শ্রমিক দল। এ ঘটনায় ৭জনকে আসামী করে ৩০জুন তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।এখন পর্যন্ত মানিক নামে এক আসামীকে আটক করেছে র‍্যাব-৮ এবং তার আগে ধর্ষণে সহায়তায় ঝর্ণা বেগম কে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু আমার দেশ-কে জানান বিএনপি মহাসচিবের নিন্দার সাথে আমরা ও একাত্মতা প্রকাশ করছি এবং এর আগে আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। তবে,দুই ছাত্রদল নেতাকে বহিস্কার করায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি’র এই নেতা।
এ ঘটনায় আজ বিকেল পাচটায় তজুমদ্দিন উপজেলা জামায়েত ইসলামী ও সচেতন নাগরিকের আয়োজনে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন করা হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *