শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে ।

রবিবার (১৩জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাহাদাত হোসেন সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউছ মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদলের সাবেক
সাংগঠনিক সম্পাদক আবদুসসাত্তার মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার ও শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদসহ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা বলেন , সরকারের ইন্দনে একটি চক্রের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। ভবিষ্যতে বিএনপির গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *