শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রোয়াংছড়িতে দেবতাকুম পযর্টন স্পট বন্ধ

বান্দরবানে টানা ভারী বৃষ্টিপাতের কারেণে পাহাড় ধসের আশঙ্কা,পর্যটকদের ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকালে রোয়াংছড়ি উপজেলা

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পার্বত্য বান্দরবানে বাড়ি বৃষ্টিপাতের ফলে নদী, ছড়া, ঝিরি পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দেওয়ায় রোয়াংছড়ি উপজেলার আকর্ষণীয় দেবতাখুম পর্যটনকেন্দ্র পর্যটকদের  চলাচল অত্যন্ত ঝু্ঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পরিস্থিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরপদ নয়। তার কারণে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটকদের বুধবার ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হল।

এছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে যার যার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিষয়টি জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে দেবখুম পর্যটন কেন্দ্রে দুটি দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে আগামী ২৫ তারিখের পরে পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

পাংশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *