হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ।কাউরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন কান্তি দাস জানান,উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের তার বিদ্যালয়ে ৮ শ্রেনীর শির্ক্ষাথী রবিউল হাসান সকালে বাসা থেকে স্কুলে আসার পথে এ অস্ত্র পায়। তিনি বলেন ঐ পথে আসার সময় ইব্রাহিম গাজী বাসা সংলগ্ন পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। তখন রবিউল হাসান অস্ত্রটি উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে অধ্যক্ষ রিপন কান্তি দাসকে দেখায় যায়। তৎক্ষনিক অধ্যক্ষ হিজলা থানায় অবহিত করেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ সহ একটি চৌকস টিম অস্ত্র উদ্ধার করে ও সরোজমিন পরিদর্শন করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান ৩ রাউন্ড বুলেট সহ একটি রিভালবার উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টির রহস্যে উদঘাটনে কাজ চলছে। রহস্য উদঘাটন হলে জানানো হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।